October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 24th, 2022, 8:21 pm

নির্বাচনী সহিংসতায় খুনের আসামি ভালুকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি ময়মনসিংহ ক্যাম্প এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ ই ফেব্রুয়ারি সকাল ১১ টায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন আমতলী এলাকা হতে ময়মনসিংহ জেলার ঈশ্বর গঞ্জ থানার বড়হিত ইউনিয়নে রঘুনাথপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যুবক খুনের মামলার আসামি মোঃ রমজান আলী (৪৫), পিতা- মৃত- আসন আলী, সাং- গাতীপাড়া, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, উপজেলার বড়হতি ইউপি নির্বাচনে নিহত পাভেল মিয়া মেম্বার প্রার্থী মতিউর রহমান বাচ্চুর পক্ষে কাজ করে ও তার প্রতিবেশী আব্দুস সালাম সহ অন্যরা অপর মেম্বার প্রার্থী মোহাম্মদ আলী’র পক্ষে কাজ করে এবং নির্বাচনে মোহাম্মদ আলী বিজয়ী হয়। নির্বাচনে পাভেল বিপক্ষের হয়ে কাজ করার ফলে নির্বাচন পরবর্তী সময়ে মোহাম্মদ আলীর কর্মী আব্দুস সালাম ও রমজান আলী সহ তার দলবল নিহত পাভেল ও তার বাবা সহ অন্যদের হুমকিধামকি দিয়ে আসতে থাকে। গত ০৮/০২/২০২২ ইং তারিখ সকাল আনুমানিক ০৮ টার সময় পাভেল ও তার বাবাসহ বেশ কয়েকজনকে রামদা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে । পরবর্তীতে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং চিকিৎসাধীন অবস্থায় পাভেল মিয়া গত ০৯/০২/২০২২ ইং তারিখে দুপুর ১২.৩০ টায় মৃত্যবরণ করে।
এ বিষয়ে ঈশরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।