September 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 3rd, 2022, 7:42 pm

নির্বাচনে জয়ী কলকাতার ঝিলিক

অনলাইন ডেস্ক :

একসময়ে ওপার বাংলার ভীষণ জনপ্রিয় মেগা ধারাবাহিক ছিল ‘মা’। যেখানে ছোট্ট মেয়ের ঝিলিক চরিত্রটি সবার মন জয় করে নেয়। নাটকের আড়ালে হারিয়ে গিয়েছিল তার নাম- শ্রীতমা। তার জনপ্রিয়তা ঢেউ আছড়ে পড়েছিল এপার বাংলাতেও। ছোট সেই ঝিলিক এখন আর ছোট নেই। রাজনীতির মঞ্চে নেমে হয়েছেন জয়ী। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের হয়ে এইবার পুরভোটে (পৌরসভা) কাউন্সিলর হিসেবে লড়েছেন বাংলা টেলিভিশনের ঝিলিক অর্থাৎ শ্রীতমা ভট্টাচার্য। গত বুধবার ফল হতেই জয়ের চওড়া হাসি তার মুখে। কলকাতার কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন শ্রীতমা। আর প্রথম পুরভোটেই জয় লাভ করলেন অভিনেত্রী। জানা যায়, তৃণমূলের হয়ে প্রচারে বরাবরই শামিল ছিলেন শ্রীতমা। গত বছর আনুষ্ঠানিকভাবে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটিতে। অভিনেত্রী জানান, জয়ের সব কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা ও বিধায়ক মদন মিত্রর। তাই তাদেরই এটি উৎসর্গ করেছেন শ্রীতমা। ‘মা’ সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্রীতমা। পরবর্তী সময়ে ‘ইচ্ছেনদী’র মতো হিট মেগায় খল চরিত্রে দেখা গেছে তাকে। সম্প্রতি ‘গ্রামের রানি বাণীপাণি’তেও নেতিবাচকভাবে হাজির হয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস