December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 16th, 2022, 1:26 pm

নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, বিদেশিদের নয়: তুরস্কের রাষ্ট্রদূত

তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা বিদেশিদের কোনো বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভর করে।

ঢাকার একটি হোটেলে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে বক্তৃতাকালে বুধবার তিনি বলেন, ‘এটা শুধু বাংলাদেশেরই সিদ্ধান্ত, বিদেশিদের নয়।’

তুরস্কের এই রাষ্ট্রদূত বলেন যে রাজনৈতিক দলগুলোকে তাদের মতপার্থক্য মেটাতে ও সমাধান করতে হবে এবং সরকার একা প্রয়োজনীয় সবকিছু করতে পারে না।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত তুরান বলেন যে তারা বাংলাদেশকে একটি বিশ্বস্ত উৎপাদন কেন্দ্র হিসেবে দেখে এবং এটি এ অঞ্চলে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, তুরস্ক বাংলাদেশে তাদের বাণিজ্য ও বিনিয়োগ বহুমুখী করার পরিকল্পনা করছে।

বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নে তুরস্কের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পনাগুলো পারস্পরিক সম্মতিতে হতে হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক আস্থার ভিত্তিতে এবং তারা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করার অপেক্ষায় রয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

সিজিএস ফ্রেডরিক-ইবার্ট-স্টিফটুং বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে।

—-ইউএনবি