October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 10th, 2023, 7:24 pm

নির্মাতার একমাত্র পছন্দ মিথিলা

অনলাইন ডেস্ক :

মুখ্য চরিত্রের অভিনেত্রী হিসেবে টলিউডে খাতা খুলেছেন গেলো জুলাইতে। যদিও তারও আগেই তার ঝুলিতে ভিড় করেছে অন্তত এক হালি ছবি। অর্থাৎ সিনে ব্যস্ততা তাকে পেয়ে বসেছে। তিনি রাফিয়াত রশিদ মিথিলা। ব্যস্ততার মিছিলে যুক্ত হয়েছে নতুন প্রজেক্ট। আপাতত নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে জানা গেলো, ছবিটি পরিচালনা করবেন দুলাল দে। এটি মূলত গোয়েন্দা ঘরানার ছবি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। যিনি পড়েন ডাক্তারি, আর ভালোবাসেন ক্রিকেট খেলতে।

এর মধ্যে ঘটনাচক্রে জামাইবাবুর পাল্লায় পড়ে গোয়েন্দাগিরি শুরু করেন। সেই জামাইবাবুর ভূমিকায় থাকছেন শিলাজিৎ মজুমদার। এই ছবিতে মিথিলাকে দেখা যাবে নার্সের ভূমিকায়। ইতোমধ্যে তার চরিত্রের লুকও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেলো, সাদা শাড়ি-ব্লাউজে সাদামাটা মিথিলা। লুক দেখে আঁচ করা যায়, নির্মাতা চরিত্র নির্বাচনে ভুল করেননি। নার্স চরিত্রে মিথিলাকে বেছে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেন, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’ ছবিটি নিয়ে পরিচালক দুলাল দে বলেন, ‘আসলে এই গল্পের অনেকগুলো দিক রয়েছে। সাধারণ গোয়েন্দাদের মতো নয়।

আমার গল্পের নায়ক দারুণ ক্রিকেট খেলে। ডাক্তারির ফাইনাল ইয়ারের ছাত্র। পাশাপাশি খুব বুদ্ধিদীপ্ত। তবে অন্যান্য গোয়েন্দার মতো এটাতেও সাহিত্যের ছোঁয়া থাকবে।’ উল্লেখ্য, মিথিলাকে সর্বশেষ দেখা গেছে গত ৭ জুলাই মুক্তি পাওয়া ‘মায়া’ সিনেমায়। সেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। এ ছাড়া তার হাতে রয়েছে অর্ণব মিদ্যার ‘মেঘলা’, অরুণাভ খাসনবিশের অ্যান্থলজি ‘নীতিশাস্ত্র’; এ ছাড়া অনির্বাণ চক্রবর্তীর নির্মাণে কাজ করছেন ‘ও অভাগী’ নামের একটি ছবিতে।