October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 13th, 2023, 8:00 pm

নিলামে ‘টাইটানিক’ সিনেমার ওভারকোট

অনলাইন ডেস্ক :

হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’। সিনেমায় নায়কের চরিত্রে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন নকেট উইন্সলেট। কেট উইন্সলেটের পরা পোশাকগুলো নজর কেড়েছিল ফ্যাশনপ্রেমীদের। নিলামে তোলা হয়েছে সিনেমায় ব্যবহৃত কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ সিনেমায় জাহাজ ডুবে যাওয়ার সময় এই ওভারকোটটি পরেছিলেন কেট উইন্সলেট। গোলাপি রঙের উলের ওভারকোটটির উপরে কালো কারুকাজ করা। ওভারকোটটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন, ১১ আগস্ট রাতে নিলাম শুরু হওয়ার পরেই এতে অংশ নিয়েছেন পাঁচজন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার।

তবে ওভারকোটটির মূল্য একশো হাজার ডলার অতিক্রম করবে। তিনি বলেছেন, ‘আশা করছি ছয় সংখ্যায় দাম উঠবে। ১০০০০০ ডলারের বেশি উঠতে পারে দাম।’ অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় ১ কোটি ৯ লাখ টাকার বেশি দাম উঠতে পারে ওভারকোটটির। কেন গোল্ডিন জানান, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিলাম কার্যক্রম চলবে। এর মধ্যে সবচেয়ে বেশি মূল্য যিনি হাঁকাবেন, তিনিই কিনতে পারবেন ওভারকোটটি। সূত্র: হিন্দুস্তান টাইমস