October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 11th, 2023, 7:58 pm

নিশোর ‘সুড়ঙ্গ’-তে ফারিয়া চমক

অনলাইন ডেস্ক :

না। নায়িকা বদল হয়নি! আফরান নিশোর বিপরীতে নায়িকা হিসেবে তমা মির্জাই অটুট আছেন। তবে নতুন করে এতে যুক্ত হয়েছেন দুই বাংলার নাচে-গানে-অভিনয়ে মাতোয়ারা নুসরাত ফারিয়া। শুটিং-সম্পাদনা শেষে চমকিত খবরটিনিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ‘সুড়ঙ্গ’ নির্মাতা! তবে অভিনয়ে নয়, ফারিয়াকে দেখা যাবে এই ছবির অন্যতম চমক আইটেম গার্ল হিসেবে। যে গানটির সঙ্গে তিনি মঞ্চ মাতাবেন তার শিরোনাম ‘কলিজা আর জান’। রাসেল মাহমুদের কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। নির্মাতা জানান, বিশেষ চমক হিসেবে আইটেম গানটির মাধ্যমে যুক্ত করা হয়েছে নুসরাত ফারিয়াকে। গানে গানে ফারিয়ার সঙ্গে নাচতে দেখা যাবে আফরান নিশোকেও।

১০ জুন আইটেম গানটির টিজার উন্মোচন করার কথা রয়েছে। আর ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। যার মাধ্যমে টিভি পর্দার দীর্ঘ ও সফল ক্যারিয়ার পেরিয়ে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছে আফরান নিশোর। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত হয়। এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় এর শুটিং হয়। শুটিং-সম্পাদনা শেষে এখন চলছে রঙ বিন্যাসের কাজ। নির্মাতা রায়হান রাফী জানান, ২০ জুনের মধ্যে ছবিটি জমা দেবেন ছাড়পত্রের জন্য। তবে তার আগেই আফরান নিশোর অভিষেক বার্তা জমে উঠেছে টিজার ও ফোরটেস্ট প্রকাশের মাধ্যমে। যেটি দেখে অনুমান করা যায়, নানামাত্রিক চরিত্রে ধরা দেবেন নিশো। যার মধ্যে থাকছে সুড়ঙ্গ খোঁড়ার কাজটিও। আর অন্য অবতারে নিশোকে পাওয়া যাবে আইটেম গানটিতে, ফারিয়ার নাচের তালে তালে। নাজিম উদ দৌলার গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।