September 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 22nd, 2023, 8:28 pm

নিষিদ্ধ হলেন হোসে মরিনহো

অনলাইন ডেস্ক :

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে টাইব্রেকারে হারের পর রোমা কোচ হোসে মরিনহো রেফারি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। মাঠে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। খেলা শেষে কার পার্কিংয়ে গিয়ে রেফারির উদ্দেশ্যে বলেছিলেন, ‘বিরক্তিকর’। এ ছাড়া সংবাদ মাধ্যমে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন তিনি। ওই ঘটনায় পর্তুগালের রোমা কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। উয়েফা বিবৃতি দিয়ে বলেছে, ‘উয়েফার প্রতিযোগিতা থেকে রোমা কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করা হচ্ছে।

ম্যাচ অফিসিয়ালের প্রতি তিনি সরাসরি অবমাননাকর মন্তব্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।’ এ ছাড়া ইতালির ক্লাব রোমাকেও শাস্তির আওতায় আনা হয়েছে। স্টেডিয়ামে আঁতশবাজি ফুটানোয় ইউরোপের প্রতিযোগিতায় এক ম্যাচ তারা প্রতিপক্ষের দর্শকদের কাছে টিকিট বিক্রি করতে পারবে না। পাঁচ হাজার ইউরো জরিমানাও করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।