October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 26th, 2023, 8:15 pm

নুশিন আদিবার নতুন গান আসছে

অনলাইন ডেস্ক :

প্রকাশ পেতে যাচ্ছে নুশিন আদিবার নতুন একক মৌলিক গান। ‘হাই বেবি’ শিরোনামের গানটির কথা লিখেছেন শাহিনূর মাসুদ। সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত। গানটি প্রকাশিত হবে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায়। ‘শাহীনুর মাসুদ অফিশিয়াল’ নামের ইউটিউব চ্যানেল থেকে। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে নুশিন আদিবা ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর ফাইনালিস্ট ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত এই শিল্পী পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। নতুন গান প্রকাশের অনুভূতি জানিয়ে নুশিন বলেন, আমি প্রচ- উচ্ছ্বসিত।

গানটি মেলো-রক ধাঁচের। আর এই ধরনের গান আমি আগে কখনোই গাইবার চেষ্টা করিনি। প্রথমে খানিকটা দোটানায় পড়লেও শাহরিয়ার রাফাত ভাই আমাকে বলেছিল তুই পারবি, চেষ্টা করেই দেখ। ওঁর দেওয়া সাহসের ফল এই কাজটি। নুশিন জানান, শাহরিয়ার রাফাতের সাথে আরও একটি ওয়েব সিরিজের গানের কাজ করছেন তিনি। সেটিও দ্রুতই প্রকাশিত হবে।