December 10, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 29th, 2022, 7:24 pm

নুহাশ হুমায়ূনের সিনেমায় যুক্ত হলেন দুই অস্কারজয়ী

অনলাইন ডেস্ক :

নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নজর কেড়েছে। এবার এই সিনেমাটিতে যুক্ত হয়েছেন দুই অস্কারজয়ী। ‘গেট আউট’খ্যাত নির্মাতা জর্ডান পিল ও ‘সাউন্ড অব মেটাল’খ্যাত অভিনেতা রিজ আহমেদ নির্বাহী প্রযোজক হচ্ছেন এই সিনেমায়, খবর যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে সংবাদমাধ্যম জেনেছে, স্বল্পদৈর্ঘ্য থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ নিতে যাচ্ছে ‘মশারি’। সেই প্রক্রিয়া চলমান। ভ্যারাইটির প্রতিবেদনে জানানো হয়েছে, পিল ও রিজ ছবিটির সঙ্গে যুক্ত হচ্ছেন তাঁদের প্রযোজনা সংস্থা মনকিপ ও লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গেট আউট’ সিনেমার জন্য সেরা মৌলিক চিত্রনাট্যকার হিসেবে অস্কার জেতেন ৪৩ বছর বয়সী জর্ডান। সিনেমাটির পরিচালকও তিনি। আর রিজ আহমেদ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা। চলতি বছর সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে অস্কার জিতেছেন তিনি। ‘মশারি’তে অভিনয় করেন ‘ন ডরাই’ সিনেমার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং হুমায়ূন আহমেদের নাতনি নাইরা। সিনেমার গল্পে দেখা যায়, বিশ্ব রক্তপিপাসু মশা দিয়ে ভরে গেছে। শেষ মানুষ হিসেবে দুজন নারী বাংলাদেশে বেঁচে থাকে। তারা অজানা আতঙ্কে মশারির নিচে রাত পার করতে থাকে। এই নতুন পৃথিবীতে বেঁচে থাকার জন্য দুই বোন অপু (সুনেরাহ) ও আয়রা (নাইরা) লড়াই করে। এক রাতে আয়রা মশারি ঠিক করতে বাইরে বের হয়, অপুকেও উঠতে হয় সে সময়। তখন তারা একসঙ্গে ভূতের মুখোমুখি হয়।