September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 18th, 2023, 8:09 pm

নেচে নেচে কী বললেন বুবলী?

অনলাইন ডেস্ক :

বছরের সাফল্যের পালে হাওয়া লাগানো বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটি যেমন হাইপ তুলেছে তেমনি ঝড় তুলেছে সিনেমাতে ববি দেওলের নাচে ‘জামাল কুদু’ শিরোনামের গানটি। ভাইরাল হওয়া এই গানে কোমর দুলিয়ে নাচতে দেখা গেছে ঢাকাই সিনোমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে। হালকা বেগুনী রঙের পোশাকে উজ্জ্বল মেকআপ করে তিনি নেচেছেন ‘জামাল কুদু’ গানে। সেই গানের তালে নাচের ভিডিও পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুকে। সোমবার সকালে ফেসবুকে গানের তালে মাথায় ছোট কাচের পানপাত্র নিয়ে এই নাচের ভিডিওটি প্রকাশ করেন তিনি। ভিডিওতে গানের তালে কোমর দুলিয়ে নাচের ছন্দ মেলাতে দেখা গেছে নায়িকাকে। নাচের সময় প্রাণভরা মুচকি হাসি ছিল বুবলীর চোখেমুখে।

পোস্ট করা ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘হিংসা এক ধরণের মানসিক ক্যানসার। দ্রুত সেরে উঠুন।’ ক্যাপশনে এই বার্তা তিনি কাকে দিলেন সেটা স্পষ্ট করেননি। এর আগে শনিবার প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বুবলী হঠাৎই ফেসবুকে পোস্ট করেন বেশকিছু ছবি। আপলোড করা ছবিতে গান বাংলার স্বত্বাধিকারী কৌশিক হাসান তাপসের স্ত্রী ফারজানা আরমান মুন্নীকেও দেখা যায়। পোস্ট করা ছবিগুলো ছিল মূলত গান বাংলা সংগীত চ্যানেলের ১০ বছর পূর্তির অনুষ্ঠান। ২০১৩ সালে বিজয়ের মাস ১৬ ডিসেম্বরে গান অন্তপ্রাণ দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর নেতৃত্বে আনুষ্ঠানিক সম্প্রচারে আসে টিভি চ্যানেলটি। দীর্ঘ ১০ বছরে চ্যানেলটির সাফল্য উদযাপনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বুবলি। আর সে অনুষ্ঠানেরই ৯টি ছবি পোস্ট করেন বুবলী।