October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 25th, 2021, 12:23 pm

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাকে ধাক্কা লেগে পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা এলাকার বাগড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জিংলিগড়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার ছেলে রনি মিয়া (২০), সবুজের আপন ভাতিজা ও শফিকুল ইসলামের ছেলে তোফাজ্জল মিয়া (১৪) এবং চালক নেত্রকোণার বারহাট্টার চন্দ্রপুর গ্রামের আবুচান মিয়া (২৮।)

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সুনাগঞ্জের ধরমপাশা উপজেলার গাছতলা বাজার থেকে মাছ ভর্তি করে একটি পিকআপ ভ্যান গাজীপুরের কোনাবাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে রাত পৌনে ৩টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাগড়া বাজার এলাকায় পিকাআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। চালকসহ আহত হয় আরও দুই মাছ ব্যবসায়ী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুচানকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহত দুই মাছ ব্যবসায়ীর লাশ হাইওয়ে থানায় এবং চালকের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এনিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

—ইউএনবি