নেপালের রাজধানীতে বৃহস্পতিবার নেপাল চেম্বার অব কমার্সের আয়োজনে পাঁচ দিনব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা কাঠমান্ডুর জাতীয় প্রদর্শনী হলে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
প্রায় ৫০ জন বাংলাদেশি ব্যবসায়ী এ মেলায় অংশগ্রহণ করছেন এবং তাদের অধিকাংশই নারী উদ্যোক্তা ও বিভিন্ন খাতের প্রতিনিধিত্ব করছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই ইভেন্টে বাংলাদেশকে কান্ট্রি পার্টনার হিসেবে মনোনীত করা হয়েছে এবং এটি কোভিড মহামারির পরে নেপালে আয়োজিত প্রথম আন্তর্জাতিক মেলা।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও নেপালে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ সমন্বয় করেছে।
নেপাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাজেন্দ্র মাল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
—ইউএনবি
আরও পড়ুন
বাজেটে বিদেশ থেকে আনা স্বর্ণের জন্য বিদ্যমান শুল্ক দ্বিগুণ করার প্রস্তাব
আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক
শ্রীলঙ্কায় সুদের হার কমলো, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত