October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 7:57 pm

নেপালে বিমান বিধ্বস্ত, মিলেছে সর্বশেষ লাশের খোঁজ

অনলাইন ডেস্ক :

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার সকালে সর্বশেষ লাশের সন্ধান পাওয়া গেছে। এ পর্যন্ত ২২ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপালের সেনাবাহিনী।

অনুসন্ধান ও উদ্ধার কাজের নেতৃত্বে থাকা নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল টুইট করেছেন যে সর্বশেষ লাশটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বাকি আরও ১২টি লাশ কাঠমান্ডুতে আনার ব্যবস্থা করা হচ্ছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ন সিনহুয়াকে জানিয়েছেন, একটি প্রাথমিক সমীক্ষায় দেখায় যে খারাপ আবহাওয়ার কারণে টুইন অটার বিমানটি নেপালের মুস্তাং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিল। তবে পাঁচ সদস্যের তদন্ত দল এই বিষয়ে বিস্তারিত তদন্ত করবেন।

তারা এয়ারের বিমানটি রবিবার সকালে নেপালি শহর পোখারা থেকে মুস্তাং জেলার জোমসমের উদ্দেশ্যে যাত্রা করার কয়েক মিনিট পর নিখোঁজ হয়। উক্ত ফ্লাইটে ১৩ জন নেপালি, চার ভারতীয়, দুই জার্মান তিনজন ক্রু সদস্যসহ ১৯ জন যাত্রী ছিলেন।

নেপাল সেনাবাহিনী সোমবার সকালে ২১ জনের লাশ উদ্ধার করে এবং ওই দিনই ১০ জনকে এয়ারলিফটে কাঠমান্ডুতে নিয়ে আসা হয়।