October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 4th, 2021, 7:01 pm

নেপালে রানের দেখা পেলেন তামিম

অনলাইন ডেস্ক :

অবশেষে তামিম ইকবালের ব্যাটে দেখা গেল রান। নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজের তৃতীয় ইনিংসে ৩০ বলে ৪০ রান করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সোমবার টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে তামিমের দল ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের প্রতিপক্ষ ছিল চিতওয়ান টাইগার্স। তামিমের দল ভাইরাহাওয়ার ৬ উইকেটে জয় পাওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় টাইগার্স। ২০ ওভারে ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান। আফগানিস্তানের দুই খেলোয়াড় করিম জানাত ৩৫ ও মোহাম্মদ শাহজাদ ৩২ রান করেন। জবাবে দলকে উড়ন্ত সূচনা দেন ভাইরাহাওয়ার দুই ওপেনার তামিম ও নেপালের প্রদীপ আইরি। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ বলে ১০৬ রান। এর মধ্যে ৪০ রানের অবদান রাখেন তামিম। তার ৩০ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে ৪৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় দলের জয়ে অবদান রাখেন আইরি। ৩৯ রানে অপরাজিত থেকে ভাইরাহাওয়ার জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। উল্লেখ্য, আগের দুই ম্যাচে ১২ ও ১৪ রান করেন তামিম।