November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 29th, 2021, 8:28 pm

নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

গ্রুপ পর্বে ছেলে ও মেয়েদের দলগত বিভাগে শক্তিশালী দলগুলোর বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ টেবিল টেনিস দল। তবে স্থান নির্ধারণী ম্যাচে জয়ের দেখা পেয়েছে উভয় বিভাগে। কাতারের দোহায় ২৫তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে গ্রুপে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বিপক্ষে হারা বাংলাদেশ ৩-২ সেটে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। আর মেয়েদের দলগত বিভাগে নেপালের বিপক্ষে ৩-০ সেটে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের হয়ে ছেলেদের বিভাগে মুহতাসিন আহমেদ, মোফরাদুল সজীব, সাব্বির হোসেন, রামহীম বম এবং মেয়েদের বিভাগে সাদিয়া রহমান মৌ, সোনম সুলতানা সোমা ও নওরিন সুলতানা মাহি খেলেছেন।