September 27, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 7:49 pm

নেশন্স লিগে অনিশ্চিত ভেরাত্তি

অনলাইন ডেস্ক :

অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচ শেষে ইতালির জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মার্কো ভেরাত্তির। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। তাই চোট পেয়ে মাঠ ছাড়া পিএসজির এই মিডফিল্ডারের নেশন্স লিগে খেলা নিয়ে জেগেছে শঙ্কা। লিগ ওয়ানের ম্যাচে রোববার লিওঁকে ১-০ গোলে হারানো ম্যাচে পিএসজির শুরুর একাদশে ছিলেন ভেরাত্তি। কিন্তু পুরো সময় খেলতে পারেননি তিনি। পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ৬৪তম মিনিটে। পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের সাংবাদিকদের বললেন, ভালোই ব্যথা পেয়েছেন ২৯ বছর বয়সী ভেরাত্তি। সোমবার তার পরীক্ষা করানো হবে। “মার্কো যখন আর পারছিল না তখন আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ সে চোট পেয়েছিল। রাতে তার জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে প্যারিসে ফিরে যেতে হয়েছে কিছু পরীক্ষার জন্য।” নশন্স লিগে আগামী শুক্রবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ইতালি। তিন দিন পর হাঙ্গেরির মাঠে খেলতে যাবেন দলটি। এই দুই ম্যাচে ভেরাত্তিকে পাওয়া ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।