অনলাইন ডেস্ক :
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট হিসেবে পরিচিত ন্যাটোতে থাকা নিজেদের স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া। জোটটি থেকে আট রুশ কর্মকর্তাকে বহিষ্কার করার প্রতিবাদে মস্কো এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে গত সোমবার জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর বিবিসির। সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দপ্তরের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না। রাশিয়ার এ পদক্ষেপকে ল্যাভরভ ‘পাল্টা ব্যবস্থা’ বলে নিশ্চিত করেন। তিনি বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনায় ন্যাটোর মোটেই আগ্রহ নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে ন্যাটো জোট আর তার দপ্তরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তবে রাশিয়ার সঙ্গে কোনো প্রয়োজন থাকলে ন্যাটো ব্রাসেলসের রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবে। চলতি মাসের প্রথম দিকে ন্যাটো জোটটিতে যুক্ত রুশ মিশনের আট কর্মকর্তাকে বরখাস্ত করে। বরখাস্ত করার কারণ হিসেবে জোটটি জানিয়েছিল, ওই কর্মকর্তারা রাশিয়ার ‘অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা’। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।
আরও পড়ুন
পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ, ডেনমার্কে বিল পাস
বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ
গাজায় নিহত ছাড়াল ১৭ হাজার, ৭০ শতাংশই নারী-শিশু