October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 2nd, 2022, 8:34 pm

‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড২০২০’ অর্জন করলো আহমেদ ফুডপ্রোডাক্টস

আহমেদ ফুডপ্রোডাক্টস প্রাইভেট লিমিটেড ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ডকোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড২০২০’ এ প্রথম স্থান অর্জন করেছে। আহমেদ ফুডপ্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ সম্মানজনক এ পুরস্কারটি মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এর হাত থেকে গ্রহণ করেন, একটি প্রেস বিজ্ঞপ্তিার মাধ্যমে জানা যায়।

শিল্পমন্ত্রণালয় প্রদত্ত এ পুরস্কারের ক্ষুদ্রশিল্প ক্যাটাগরির (উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা) জন্য ন্যাশনালপ্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটিএক্সিলেন্সঅ্যাওয়ার্ড২০২০’ অর্জন করলো আহমেদফুডপ্রোডাক্টস, যা তাদের অব্যাহত উৎপাদনশীলতা ও পণ্যেরমান উন্নয়নেউত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রণালয় ২৬টি শিল্পপ্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষপুরস্কার২০২০প্রদান করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি গত২৯ মে, রবিবার রাজধানী ঢাকার প্যানপ্যসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করে শিল্পমন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ।

—প্রেস বিজ্ঞপ্তি