September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 20th, 2024, 9:20 pm

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

নানা অনিয়মের অভিযোগে বেসরকারি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকিং খাত সংস্কারের উদ্যোগের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সই করা এক অফিস আদেশে বলা হয়, আমানতকারীদের অর্থ ও জনস্বার্থ রক্ষার স্বার্থে ব্যাংকটির ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।

আদেশে আরও বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ নীতিনির্ধারণী দুর্বলতার কারণে ব্যাংকের আর্থিক অবস্থা ব্যাহত করে ব্যাংক কোম্পানি ও আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

ইতোমধ্যে তিনজন শেয়ারহোল্ডার পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালক নিয়ে সাত সদস্যের নতুন একটি বোর্ড গঠন করা হয়েছে।

এই তিন পরিচালক হলেন- ব্যাংকটির শেয়ারহোল্ডার আবদুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের।

স্বতন্ত্র পরিচালকরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জুলকার নাইন, সীমান্ত ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আব্দুস সাত্তার সরকার।

—–ইউএনবি