October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 7:20 pm

নয়নতারাই শাহরুখের নায়িকা, হচ্ছেন পুলিশ অফিসার

অনলাইন ডেস্ক :

সেপ্টেম্বরের শুরুতে ভারতের পুনেতে খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলির ‘লায়ন’ সিনেমার শুট শুরু হয়। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলা সিনেমাটির শুটিংয়ে যোগ দেন বলিউড কিং খান শাহরুখ খান। সে সময় খবরে প্রকাশ, বড় বাজেটের সর্বভারতীয় এ সিনেমায় শাহরুখের নায়িকা দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা। শুটিংয়েও যোগ দেন তিনি। কিন্তু ছেলে আরিয়ান খান মাদককা-ে গ্রেপ্তারের পর শুটিং স্থগিত করেন শাহরুখ। সে সময় গুঞ্জন ছড়ায়, লেডি সুপারস্টারের স্থলাভিষিক্ত হচ্ছেন সামান্থা। ‘লায়ন’ সিনেমার জন্য অক্টোবর মাস বরাদ্দ রেখেছিলেন নয়নতারা, কিন্তু মাদককা-ে ছেলে আরিয়ান খান গ্রেপ্তারের পরে শাহরুখ খান শুটে যোগ দিতে পারেননি। এ সময় শাহরুখ-নয়নতারার অংশের শুটের শিডিউল ছিল। যেহেতু নতুন শিডিউল দেননি নয়নতারা, তাই পরিচালক অ্যাটলি নাকি শাহরুখের নায়িকা হওয়ার জন্য সামান্থাকে প্রস্তাব দিয়েছেন। তবে গতকাল বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা প্রতিবেদনে জানিয়েছে, নয়নতারার সিনেমা ছাড়ার খবর মিথ্যা। একটি সূত্র পোর্টালটিকে জানায়, নয়নতারা সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ। কেন সংবাদমাধ্যমগুলো ওই খবর প্রকাশ করল, তা বোধগম্য নয়। সূত্রটি আরও জানায়, ‘লায়ন’ সিনেমায় পুলিশের তদন্ত কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে নয়নতারাকে। বাবা-ছেলেÑদ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। শাহরুখের প্রেমিকার ভূমিকায়ও অবতীর্ণ হবেন নয়নতারা। শাহরুখ খানের অ্যাকশন থ্রিলার ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২ সালের ঈদে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। আর, ‘লায়ন’ প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট; পরিচালনা করছেন তামিল পরিচালক অ্যাটলি কুমার। এর বাইরে আলোচিত নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের আরও একটি সিনেমায় কাজ করার গুঞ্জন চলছে দীর্ঘদিন। সেই সিনেমায় নাকি দেখা যাবে বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রীকে। তাঁরা হলেনÑকাজল দেবগন, বিদ্যা বালান ও তাপসী পান্নু। যদিও এখনও কোনও সিনেমারই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।