October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 27th, 2021, 8:06 pm

পঞ্চম ধাপে ৭০৭ ইউপি নির্বাচন ৫ জানুয়ারি

ফাইল ছবি

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে ৭০৭ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, দেশের ৪৭টি জেলার ৭০৭টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদান ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৯ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৩৭টি ইউনিয়ন পরিষদে ইভিএম এবং বাকি ইউনিয়ন পরিষদে প্রচলতি ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে।

—ইউএনবি