October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 18th, 2021, 8:03 pm

পতাকা টানানো নিয়ে মুখ খুললো পাকিস্তান

অনলাইন ডেস্ক :

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই লড়াই শুরুর আগে অন্য ইস্যু নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। গত সোমবার থেকে মিরপুরের একাডেমিতে পাকিস্তান দল তাদের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব ছবি ভাইরাল হওয়ার পর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশে পতাকা দোলানোর নিয়ম-নীতি থাকলেও অনুশীলনের সময় সরাসরি মাটিতে পাকিস্তানের পতাকা গেড়ে অনুচিত মনে করছেন অনেকে। যদিও সাকলায়েন মুশতাক কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে অনুশীলনে পতাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদ্রিস। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবরকে প্রশ্ন করা হলেও উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাবরের কাছে পাকিস্তানি এক সাংবাদিক জানতে চান- ‘মাঠে পতাকা নিয়ে যাওয়ার পর চলমান বিতর্ক কীভাবে দেখছেন? এ বিষয়ে বাংলাদেশের একজন মন্ত্রীও প্রশ্ন তুলেছেন।’ যদিও অধিনায়ক বাবর এই বিষয়ে কোনও কথা বলেননি। বাবরের হয়ে প্রশ্নটির উত্তর দিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার ইব্রাহিম। তিনি বলেন, সাকলায়েন মুশতাক কোচ হওয়ার পর থেকেই অনুশীলনে পতাকা নিয়ে যাওয়া হচ্ছে। কোচ মনে করেন, এটা খেলোয়াড়দের উজ্জীবিত করে। যে কারণে বিশ্বকাপেও পতাকা নেওয়া হয়েছিল। এর বাইরে অন্য কোনও কারণ নেই।’ গত সোমবার সকাল ১০টায় মিরপুরের একাডেমিতে পা রাখে পাকিস্তান দল। টানা বৃষ্টির পর হালকা শীত। শুরুতে ওয়ার্ম-আপে নেমে পড়েন হাসান আলী-শাহিন আফ্রিদিরা। ওয়ার্ম-আপের কিছুক্ষণ পর একাডেমির নেটের বামপাশে দুটি পতাকা নিয়ে হাজির হন পাকিস্তানের কোচিং স্টাফ। দুই নেটের দুই পাশে দুটো পতাকা গেড়ে অনুশীলন শুরু করেন তারা। বাংলাদেশে আগে কখনও কোনও সফরকারী দল এভাবে নিজ দেশের পতাকা টানিয়ে অনুশীলন করেনি। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। গত কয়েক দিনের অনুশীলনে নিয়মিত পাকিস্তানের পতাকা নিয়ে অনুশীলন করতে দেখা গেছে বাবরদের।