চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকার একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে পতেঙ্গা থানার সামনে মকবুল হাউজিং সোসাইটির মান্নান ভবনে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- আকতার হোসেন (২৬) ও সালমা আকতার। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের ছয়তলায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। ওই বাসা থেকে দুজনকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। বাসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
—ইউএনবি
আরও পড়ুন
নারায়ণগঞ্জে আগুনে আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২
বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪৭ দোকান
দিনাজপুরে দেড় কেজি হেরোইন ও দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩