November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 5th, 2021, 7:09 pm

পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

অনলাইন ডেস্ক :

চলতি বছরে জাপান, জার্মানি ও ইতালির তিন বিজ্ঞানী পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। বিজয়ীরা হলেন জাপানের স্যুকুরো মানাবে (৯০), জার্মানির ক্লাউস হাসেলমান (৮৯) ও ইতালির জর্জিও পারিসি (৭৩)।

তাদের মধ্যে স্যুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমান পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ ও নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য যৌথভাবে এ পুরস্কারের অর্ধেক পেয়েছেন।

অন্যদিকে পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও উঠানামা পরস্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য পুরস্কারের বাকি অর্ধেকটা পেয়েছেন ইতালির জর্জিও পারিসি।

মঙ্গলবার রয়েল সুইডিস একাডেমির মহাসচিব গোরান হ্যানসন বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসবে যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপোসিয়ানের নাম ঘোষণা করা হয়।

এছাড়া পর্যায়ক্রমে রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতে অসামান্য অবদান রাখার জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।