October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 23rd, 2021, 1:19 pm

পদ্মা সতেুর পুরো সড়কপথ এখন দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক :

পদ্মা সতেুতে শষে স্ল্যাব বসানো হয়ছে। এতে র্পূণাঙ্গ রূপ পয়েছেে পদ্মা সতেুর সড়কপথ। সোমবার সকাল ১০টার দকিে পদ্মা সতেুর ১২ ও ১৩ নং পলিাররে ওপরে শষে স্ল্যাব বসানো হয়ছে।

ফলে ৬ দশমকি ১৫ কলিোমটিার সতেুতে র্পূণাঙ্গ রূপ পয়েছেে সড়কপথ। এর মাধ্যমে সতেুটরি উপর দয়িে যানবাহন চলাচল করার ক্ষত্রেে বাকি থাকবে শুধু পচি ঢালাই।

পদ্মা সতেু সূত্রে জানা গছে, চলতি বছররে জুলাই মাস র্পযন্ত সতেু প্রকল্পরে র্সাবকি কাজ এগয়িছেে ৮৭ দশমকি ২৫ শতাংশ। আর মূল সতেুর কাজরে অগ্রগতি হয়ছেে ৯৪ দশমকি ২৫ শতাংশ। র্অথাৎ মূল সতেুর কাজরে আর বাকি মাত্র ৫ দশমকি ৭৫ শতাংশ। র্আথকি অগ্রগতি হয়ছেে (ব্যয়) ৯০ দশমকি ১৮ শতাংশ। মূল সতেুর কাজরে চুক্তি মূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। চলতি বছররে ৩১ জুলাই র্পযন্ত ব্যয় হয়ছেে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা।

সতেুর ঠকিাদারি প্রতষ্ঠিান চায়না মজের ব্রজি ইঞ্জনিয়িারং কোম্পানি (এমবইিস) সতেু বভিাগকে জানয়িছে, তারা আগামী ৩০ এপ্রলিরে মধ্যইে সব কাজ শষে করব। সব মলিয়িে আগামী মে মাসইে পদ্মা সতেু যানবাহন চলাচলরে জন্য খুলে দওেয়া সম্ভব।

তবে সতেু বভিাগ জানয়িছে, দনিক্ষণ ঠকি করা হবে প্রধানমন্ত্রী শখে হাসনিার সঙ্গে আলোচনার পর।

উল্লখ্যে, ২০১৫ সালরে ১২ ডসিম্বের প্রধানমন্ত্রী শখে হাসনিা মূল সতেুর নর্মিাণকাজরে উদ্বোধন করনে। ২০১৭ সালরে ৩০ সপ্টেম্বের সতেুর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটরি ওপর বসানো হয় প্রথম স্প্যান। এর মধ্যদয়িে দৃশ্যমান হতে থাকে পদ্মা সতেু। ৪২টি পলিাররে ওপর ১৫০ মটিার দঘ্যৈরে ৪১টি স্প্যান একে একে বসানো হয়। র্সবশষে স্প্যানটি বসানো হয় ২০২০ সালরে ১০ ডসিম্বের। এতে ছয় দশমকি ১৫ কলিোমটিার র্দীঘ পদ্মা সতেু পুরোপুরি দৃশ্যমান হয়ছেলি।

কল্পরে কাজরে অগ্রগতসিংক্রান্ত প্রতবিদেন অনুসার, গত জুলাই র্পযন্ত পুরো প্রকল্পরে কাজ শষে হয়ছেে ৮৭ শতাংশরে কছিু বশে। মূল সতেুর কাজ হয়ছেে প্রায় ৯৪ শতাংশ।

র্সবশষে সংশোধতি প্রকল্প প্রস্তাব অনুসার, আগামী বছররে জুনরে মধ্যে প্রকল্পরে কাজ শষে করার কথা। এরপরও প্রকল্পরে ময়োদ এক বছর থাকব। তবে সে সময়টা সতেুর কোনো ত্রুটি দখো দলিে তা মরোমত ও ঠকিাদাররে পাওনা মটোনোর জন্য নর্ধিারতি।