আগামী ২৫ জুন দেশের ৬৪ জেলায় একযোগে উদযাপিত হবে পদ্মা সেতুর উদ্বোধন। স্মরণীয় অনুষ্ঠানটি উপলক্ষে ঢাকার হাতিরঝিলে লেজার শোসহ নানা কর্মসূচি থাকবে।
রাজধানী ঢাকা এবং চার জেলা মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরে পাঁচ দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার এক ভিডিও কনফারেন্সে মন্ত্রিপরিষদ বিভাগ সব জেলা প্রশাসককে উল্লিখিত কর্মসূচির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলেছে।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
জ্বালানি তেল খাতে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২.১ শতাংশ বাড়াতে সহায়তা করবে বিআরআই: প্রতিবেদন
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন আজরা জেয়া: মার্কিন দূতাবাস