October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 24th, 2022, 7:41 pm

পপ নয়, রক গাইবেন লোভাটো

অনলাইন ডেস্ক :

২০০৮ সালে ‘ডোন্ট ফরগেট’ অ্যালবাম দিয়ে গানের দুনিয়ায় পা রাখেন ডেমি লোভাটো। এরপর গেল এক যুগে মুক্তি পেয়েছে তাঁর আরো ছয় অ্যালবাম। সব অ্যালবামেই পপ ঘরানার গান গাইতেন তিনি। গানের ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করার পর এবার লোভাটো ঠিক করেছেন আর পপ নয়, গাইবেন রক ঘরানার গান। ইনস্টাগ্রামে এক ছবি দিয়ে তিনি লিখেছেন ‘আমার পপ গানের শেষকৃত্য। ’দ্রুতই নতুন গান নিয়ে হাজির হওয়ার ইঙ্গিতও দিয়েছেন ‘হার্ট অ্যাটাক’ গায়িকা। নতুন গানের টিজার শুনে ভক্তরা নিশ্চিত হয়েছেন রক গান নিয়েই হাজির হবেন লোভাটো। এ প্রসঙ্গে গায়িকা অবশ্য পরিস্কার করে কিছু বলেননি, ‘যখন খুশি, যেমন খুশি গান শুনতে পারবেন। নিয়ম ভাঙতে হবে।’ ডেমি লোভাটোকে তাঁর প্রজন্মের অন্যতম সেরা গায়িকা মনে করা হতো। বিশেষ করে তাঁর ব্যতিক্রমী কণ্ঠ দ্রুতই মন জয় করে শ্রোতাদের। কিন্তু মাদকাসক্তি বারবার তাঁর ক্যাষ্টিয়ারে বিঘœ ঘটিয়েছে। ২০১৮ সালে অতিরিক্ত পানাহারে একবার মরতে বসেছিলেন। তখন টানা কয়েক মাস পুনর্বাসন কেন্দ্রে কাটাতে হয়েছিল। এরপর নতুন শুরুর কথা বললেও ফের নেশা করতে শুরু করেন। পরে আবারও তাঁকে ভর্তি করা হয় মাদক নিরাময় কেন্দ্রে, সেখান থেকে কিছুদিন আগেই বাড়ি ফেরেন। সূত্র : পেজ সিক্স