April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 17th, 2022, 7:53 pm

পরমব্রতর-শুভশ্রীর ‘বউদি ক্যান্টিন’

অনলাইন ডেস্ক :

অভিনেতা পরমব্রত চ্যাটার্জি পরিচালক হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন। দুটো কাজই নিয়ম করে চালিয়ে যাচ্ছেন। এবার ‘বউদি ক্যান্টিন’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আর এতে তার সঙ্গী হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। এ সিনেমার গল্পের বিষয়বস্তু বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবন নিয়ে। তিনি তার হাতের জাদুতে মুগ্ধ করেছেন সবাইকে। লন্ডনে একাধিক রেস্তোরাঁ রয়েছে তার। কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ-অরিত্র সেন। অবশ্য চিত্রনাট্যে কলম চালিয়েছেন পরমব্রতও। একজন নারী রান্নার মাধ্যমে পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন, ‘বউদি ক্যান্টিন’ সেই বার্তা দেবে। চলচ্চিত্রটিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটিতে সোহমকেও দেখা যাবে। এ ছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে। তবে সোহম কোন ভূমিকায় অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এটি শুভশ্রী-পরমব্রতর দ্বিতীয় সিনেমা। তাদের অভিনীত প্রথম সিনেমা ‘হাবজি গাবজি’। আগামী ৩ জুন মুক্তি পাবে এটি।