October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 18th, 2022, 8:42 pm

পরমাণু অস্ত্র নিয়ে খেলা থামছে না কিম জং উনের

অনলাইন ডেস্ক :

পরমাণু অস্ত্র নিয়ে খেলা থামছে না উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। সক্ষমতা আরও বাড়াতে নতুন ধরনের ‘কৌশলগত’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর দক্ষিণ কোরিয়ার দাবি, গত রোববার পূর্ব উপকূল থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া, যা সরাসরি তত্ত্বাবধান করেছেন কিম। মার্কিন বিশেষজ্ঞদের ধারণা, পুনরায় পাং-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রের নির্মাণকাজ শুরু করেছে পিয়ংইয়ং। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে সিউল। খবর বিবিসির। পূর্ব এশিয়ার নিরাপত্তা নিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও হুঁশিরারি সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএতে প্রকাশিত ছবিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরাসরি তত্ত্বাবধান করতে দেখা গেছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে গত রোববার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। এগুলো ১১০ কিলোমিটার উড়ে গিয়ে সাগরে ভূপাতিত হয়। মার্কিন বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প দূরত্বের হলেও এ প্রথম কৌশলগত পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার পাং-রি পরমাণু পরীক্ষা কেন্দ্র পুনঃনির্মাণের ইঙ্গিত বলেও ধারণা তাদের। গত শুক্রবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম ইল সাং-এর ১১০তম জন্মবার্ষিকীতে ব্যাপক আয়োজন থাকলেও, এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো ইঙ্গিত না পাওয়ায় বিশ্ব অনেকটা বিস্মিত হয়েছিল। তবে এ আয়োজনের পরপরই ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের অস্তিত্বের জানান দিল কিম জং উন প্রশাসন। প্রকাশিত ছবিতে কিম জং উনকে তার দাদার সমাধি পরিদর্শন করতেও দেখা গেছে।