October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 10th, 2021, 7:36 pm

পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

অনলাইন ডেস্ক :

গুয়াতেমালায় একটি পরিত্যক্ত শিপিং কন্টেইনারের ভেতর থেকে ১২৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার ভোরে নুয়েভ কনসেপসিয়ান এবং কোকলেস শহরের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত কন্টেইনারের ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে গুয়াতেমালার পুলিশ তাদের উদ্ধার করে। খবর বিবিসির। কর্তৃপক্ষ মনে করছে, পাচারকারীরা পরিত্যক্ত কন্টেইনারে করে তাদেরকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছিল। এদের মধ্যে ১০০ জনেরও বেশি হাইতি থেকে এসেছে। সেখানে নেপাল এবং ঘানার নাগরিকও রয়েছেন। পুলিশের একজন মুখপাত্র বলেন, ’আমরা কন্টেইনারের ভেতর থেকে কান্না এবং ধাক্কার শব্দ শুনতে পেলাম। পরে দরজা খুলে দেখি কন্টেইনারের ভেতরে ১২৬ জন মানুষ রয়েছে। কর্মকর্তারা জানান, অভিবাসীদের গুয়াতেমালার মাইগ্রেশন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুয়াতেমালার অভিবাসন কর্তৃপক্ষের একজন মুখপাত্র আলেজান্দ্রা মেনা বলেছেন, অভিবাসীরা মধ্য আমেরিকার হন্ডুরাস থেকে এসেছেন। তারা সেখান থেকে উত্তর আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। তিনি আরও বলেন, তাদের এখন হন্ডুরাস সীমান্তে ফেরত পাঠানো হবে এবং সেখানকার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর আগে মেক্সিকোতে ফ্রিজিং ট্রাক থেকে ৬৫২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। যেখানে ৩৫০ জন শিশু রয়েছে। এরই মধ্যে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে কাজ খুঁজতে হাজার হাজার হাইতিয়ান দেশ ত্যাগ করেছে। গত মাসে ১৩ হাজার হাইতিয়ান মেক্সিকোর একটি সেতুর নিচে জড়ো হয়েছিল দেশ ত্যাগ করার জন্য।