October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 2nd, 2022, 7:53 pm

পরিবারসহ গ্রামছাড়া মীর সাব্বির!

অনলাইন ডেস্ক :

বর্তমান সমাজ ব্যবস্থায় ভালো মানুষের বসবাস করা দূর্বিসহ যেন। তাই ভালো মানুষের বসবাস কমে আসছে সমাজে। একজন কোনো ভালো কাজ করলেই তার দোষ বের করে বিতারিত করার চেষ্টায় থাকে একদল খারাপ মানুষ। এমন প্লট নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘সোনার মানুষ’। আগামী ঈদে প্রচার হবে নাটকটি। যে নাটকটিতে ভালো মানুষ তথা সোনার মানুষ হিসেবে অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির। তার স্ত্রীর চরিত্রে আছেন মৌসুমী হামিদ। নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। গল্পও তার। গল্পে দেখা যায়, চিত্তরঞ্জন একজন নাপিত। ছেলে সত্য এবং স্ত্রী সীমাকে নিয়ে তার সুখের সংসার। সব কিছু থাকতেও তার মনে একটাই কষ্ট সে তার মায়ের সেবা করার সুযোগ পায়নি। একদিন তার স্ত্রী তাকে বলে দেশের সেবা করলেই মায়ের সেবা হয়। চিত্তরঞ্জন শীল চিন্তায় পরে যায় তার তো তেমন টাকা পয়সা নেই সে কিভাবে দেশের সেবা করবে। তাই চিত্ত তার বন্ধু শিয়াল ডাক্তারের বুদ্ধিতে দেশের সেবা করার উপায় হিসেবে মানুষকে হাসানোর দায়িত্ব নেয়। চিত্ত জানতে পারে হাসলে মানুষের হার্ট ভালো থাকে। মানুষ বেশিদিন বেচেঁ থাকে। তাই চিত্ত মানুষকে হাসিয়ে দেশের সেবা করার চেষ্টা করে। মানুষ হাসাতে হাসাতে চিত্ত গ্রামের জনপ্রিয় মানুষে পরিনত হয়। যা মেনে নিতে পারেনা গ্রামের চেয়ারম্যান। মানুষের ভালো করতে গিয়ে চিত্তর জীবনে নেমে আসে অন্ধকার। তাকে অন্য নারীর সঙ্গে পরকিয়ার মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত দেয় চেয়ারম্যান। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনয়ে দেবাশীষ চক্রবর্তী,ডিউক আসাদ,আজিজ শাহিন,ফাহিমা সুলতানা,সাঈদ হাসানসহ অনেকেই।