October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 20th, 2023, 8:26 pm

পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন লিজা

অনলাইন ডেস্ক :

বিয়ে করেছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। অনেকটা গোপনে তিনি বিয়ে করেছেন বলে খবর হলেও লিজার মতে, তিনি গোপনে নয়, প্রকাশ্যেই বিয়ে করেছেন এবং সেটা দুই পরিবারের সম্মতিতেই। সংবাদমাধ্যম অনুযায়ী, সানিয়া সুলতানা লিজা বলেন, গত বছর আমাদের বিয়ে হয়েছে। ইচ্ছে ছিল সবাইকে দাওয়াত দিয়ে মিডিয়াতে জানাব। তার আগেই খবর বের হলো আমি গোপনে বিয়ে করেছি। গোপনে বিয়ে মানে তো পরিবারের অসম্মতিতে বিয়ে করা। আমরা তো এটা করিনি। আমাদের বিয়েটা দুই পরিবারের সম্মতিতে এবং আয়োজন করে হয়েছে। আর আমার স্বামীকে সবখানেই আমি নিয়ে যাই, তাকে সঙ্গে নিয়েই আমি ঘুরছি-ফিরছি। এটা মিডিয়ার সবাই জানে।

তিনি আরও বলেন, ইচ্ছে ছিল ডিসেম্বরেই বিয়ে-পরবর্তী অনুষ্ঠান করার। কিন্তু এখন এটা সম্ভব হচ্ছে না। নির্বাচন শেষ হওয়ার পর অনুষ্ঠান করব। লিজার স্বামী একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী হলেও বাংলাদেশে তার আসা-যাওয়া রয়েছে। ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা।