October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 5th, 2022, 7:26 pm

পরিবার আর দর্শক আমার কাছে একই বিষয়: সিয়াম

অনলাইন ডেস্ক :

সিয়াম এ সময়ের তারকা। এবার ঈদে সিয়াম অভিনীত ‘শান’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে আছেন পূজা। এই অভিনেত্রীরও বৃহস্পতি তুঙ্গে। কারণ এবার ঈদে যে দুটি বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে সে দুটিতেই নায়িকার চরিত্রে আছেন পূজা। সিয়াম এবং পূজা ঈদের দিনও সিনেমা হলে ঘুরে ঘুরে ভক্তদের সঙ্গ উপভোগ করেছেন। নতুন সিনেমার প্রচারের জন্যই এই আয়োজন। বলাবাহুল্য সিয়ামকে টক্কর দিতে হচ্ছে ঢালিউডের পাওয়ারফুল হিরো শাকিব খানের সঙ্গে। কেননা এই নায়কের ‘গলুই’ মুক্তি পেয়েছে ঈদে। তারপরও দর্শক চাহিদা অনুযায়ী ‘শান’-এর রেসপন্স ভালো বলে হল মালিক সূত্রে জানা গেছে। এদিকে প্রচারে থাকতে চাইলেও সিয়াম প্রতিযোগিতায় রাজি নন। বরং সিনিয়রকে সম্মান দেওয়ার কথাই গণমাধ্যমে বলেছেন তিনি। এত ব্যস্ততার মধ্যে কেমন কাটছে এই তরুণতুর্কীর ঈদ? সিয়াম বলেন, ঈদ নিয়ে আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। কারণ এখনো আমরা সবাই ঘোরের মধ্যে আছি। পরিবারে নতুন অতিথি এসেছে। অনেক নতুন নতুন পরিকল্পনা চলে এসছে, যার পুরোটাই পজিটিভ। আরেকটা ভালো সংবাদ হচ্ছে দুই বছর পর ঈদে সিনেমা মুক্তি পেলো। ফলে দর্শকের সঙ্গে এবারের ঈদটা উদযাপন করতে চাই।’ ‘আমার কাছে পরিবার আর দর্শক আলাদা নয়।’ উল্লেখ করে সিয়াম দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘ঈদে মুক্তি পাওয়া সব সিনেমা হলে গিয়ে দেখবেন।’