September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 20th, 2024, 7:29 pm

পরিবেশ উপদেষ্টার সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ, জলবায়ু পরিবর্তন-জ্বালানি রূপান্তর সহযোগিতা নিয়ে আলোচনা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জলবায়ু ও প্রকৃতি।

হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশি যুবকদের সঙ্গে কাজ করাসহ জলবায়ু পরিবর্তন ও জ্বালানি রূপান্তর বিষয়ে কীভাবে সহযোগিতা বাড়াতে পারি তা নিয়ে আলোচনা করেছি।’