মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন ঢাকার একটি আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচার কে এম এমরুল কায়েশ অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেন।
মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
এর আগে গত ২৬ অক্টোবর মামলার তিন আসামিকে জামিন দিয়ে ১৫ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানির দিন ধার্য করেন আদালত।
গত ৪ অক্টোবর আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন সিআইডির পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল।
এর আগে গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারের ২৭ দিন পর ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পান চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি।
—ইউএনবি
আরও পড়ুন
চলতি অর্থবছরে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলোর রেকর্ড পরিমাণ অর্থ ছাড়
সরকারবিরোধীতা বন্ধে এদেশে কর্মরত এনজিও’র ওপর নজরদারির উদ্যোগ
দোরিয়েলতন-ফয়সালের গোলে আবাহনীর জয়