June 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 1st, 2022, 7:51 pm

পর্তুগিজ মিডফিল্ডারকে পাচ্ছে না সিলভা

অনলাইন ডেস্ক :

এবারের গ্রীষ্মের দলবদলে দারুণ কিছু খেলোয়াড় দলে ভিড়িয়েছে বার্সেলোনা। আলোচনা কিংবা নজরে রেখেছিল আরও কয়েকজনকে। তাদেরই একজন বের্নার্দো সিলভা। তবে পর্তুগিজ মিডফিল্ডারকে পাচ্ছে না তারা। সিলভা নিজেই জানিয়েছেন, ম্যানস্টোর সিটিতেই থাকছেন তিনি। ঘুরে দাঁড়ানোর মিশনে আক্রমণভাগে রবার্ত লেভানদোভস্কি ও রাফিনিয়ার মতো সেরা খেলোয়াড়দের কিনেছে কাতালানরা। তবে আক্রমণের জোর আরও বাড়াতে সিলভার দিকে নজর দিয়েছিল তারা। অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে আক্রমণেও দলকে সাহায্য করতে পারেন এই পর্তুগিজ। কিন্তু ইংল্যান্ডের দলবদলের জানালা বন্ধ হওয়ার আগেই তিনি জানিয়ে দিলেন, বর্তমান ক্লাব ম্যান সিটিতেই সুখে আছেন, যাচ্ছেন না কোথাও। এমনকি কোনও ক্লাবের প্রস্তাবও গ্রহণ করেননি বলে জানিয়েছেন নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যান সিটির ম্যাচ শেষে। পর্তুগিজ তারকা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতেই থাকছি। আমি কোনও প্রস্তাব গ্রহণ করিনি। আমি ম্যানচেস্টারে থাকছি। এখানে আমি ভালো আছি। আর এই সিদ্ধান্ত চূড়ান্ত।’ ২০১৭ সালে মোনাকো থেকে ম্যান সিটিতে যোগ দেন সিলভা। গত কয়েক বছরে দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। তাছাড়া পেপ গার্দিওয়ার ফুটবল কৌশলের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নেওয়ায় তাকে ইংলিশ ক্লাবটি ছাড়তেও রাজি ছিল না। তবে বার্সেলোনা ছিল আশাবাদী। যদিও গ্রীষ্মের দলবদলে কাতালানদের আশা শেষ হয়ে গেছে সিলভার ঘোষণায়।