জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মোকছেদুল ইসলাম(২১) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদুল রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের ওমর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে যাত্রীবাহী একটি বাস পলাশবাড়ী উপজেলা শহর থেকে গাইবান্ধা যাচ্ছিল। বাসটি পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রীজ এলাকায় পৌছলে বাসটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় ভয়ে বাসযাত্রী ওই যুবক চলন্ত বাস থেকে লাফ দেন। এতে একই বাসের পিছনের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)সুলতান মাহমুদ। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এনিয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি