November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 5th, 2023, 1:02 pm

পলিসি রেট ৭৫ পয়েন্ট বাড়িয়ে ৭.২৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক বুধবার পলিসি রেট ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করেছে।

বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির ৬০তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতারাতি রেপো পলিসির সুদের হার বিদ্যমান ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

এছাড়া পলিসি ইন্টারেস্ট করিডোর ক্যাপ স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএসএফ) হার বিদ্যমান ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ২৫ শতাংশ এবং পলিসি ইন্টারেস্ট করিডোর ফ্লোর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার বিদ্যমান ৪ দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। পয়েন্ট বাড়িয়ে তা পুনঃনির্ধারণ করা হয় ৫ দশমিক ২৫ শতাংশে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

—–ইউএনবি