October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 28th, 2022, 8:59 pm

পল্টনে বাম জোটের হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতাল পালনকালে রাজধানীর পল্টন মোড়ে হরতালের সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে।
ভোজ্যতেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ইউটিলিটি সার্ভিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) অর্ধদিবস হরতালের ঘোষণা দেয়। সোমবার দুপুর ১২টার দিকে দেশব্যাপী ডাকা তাদের এ হরতাল শেষ হয়।
রিয়াজ মন্টু নামে এক হরতাল সমর্থক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। কিন্তু দুপুর ১২টার দিকে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে।’
হরতাল সমর্থকরা রাজধানীর পল্টন মোড়ে মিছিল বের করে এবং সকাল থেকে কাকরাইল থেকে জিপিও মোড় এবং প্রেসক্লাব থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
বামপন্থী নেতা-কর্মীরা শাহবাগ মোড়ও অবরোধ করেন।
সহকারী কমিশনার (ট্রাফিক-শাহবাগ) মো. নুরুন নবী জানান, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ এবং প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত যানবাহন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে এবং এর ফলে রাজধানীর অন্যান্য স্থানেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার সকাল ৬টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলে।
এর আগে ১১ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাকে এলডিএ।

—ইউএনবি