November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 16th, 2022, 8:05 pm

পশ্চিমবঙ্গে গ্যারেজে রাখা গাড়িতে মিলল ২ কোটি ২০ লাখ রুপি

অনলাইন ডেস্ক :

ফের বিপুল পরিমাণে রুপি উদ্ধারের ঘটনা ঘটল ভারতের পশ্চিমবঙ্গে। কলকাতা সংলগ্ন হাওড়া শিবপুর এলাকায় অভিযান চালিয়ে গ্যারেজে রাখা গাড়ি থেকে দুই কোটি ২০ লাখ পঞ্চাশ হাজার রুপিসহ বিপুল স্বর্ণ, রুপা ও হিরার অলঙ্কার উদ্ধার করে কলকাতার হেয়ার স্ট্রিট থানা ও হাওড়ার শিবপুর থানার যৌথ বাহিনী। তবে এ ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। সম্প্রতি কলকাতার নরেন্দ্রপুর এলাকার একটি বেসরকারি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণে টাকা লেনদেন করা হচ্ছিল। কিন্তু অর্থের উৎস ছিল অজানা। ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অর্থের লেনদেন নিয়ে সন্দেহ তৈরি হলে বিষয়টি নিয়ে লালবাজারের (পুলিশ হেডকোয়ার্টার) ‘ব্যাংক ফ্রড’ শাখা তদন্তে নামে। দেখা যায়, ঘণ্টায় কয়েকশো, দিনে কয়েক হাজার লেনদেন হতো অ্যাকাউন্টটিতে। যাদের টাকা ঢুকছিল ওই অ্যাকাউন্টে, তাদের ডেকে পাঠায় ব্যাংক কর্তৃপক্ষ। তাদের কথায় বেশ কিছু অসঙ্গতি মেলে। ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারে, এঅ্যাকাউন্টগুলো দিয়ে বেশ কিছু ভুয়া লেনদেন হয়েছে। এগুলো মূলত সন্দেহজনক অ্যাকাউন্ট। এরপরে ওই অ্যাকাউন্টের মালিক কে তা খোঁজ করতেই উঠে আসে শৈলেশ পা-ে নামে এক ব্যবসায়ীর নাম। গত ১৪ অক্টোবর হেয়ার স্ট্রিট থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয় ব্যাংকের তরফে। সে অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে ওই ব্যবসায়ীর তিনটি বাড়ি- সান্তা সিং মোড়, মন্দিরতলা এলাকায়, কাউস ঘাট রোডে একযোগে হানা দেয় পুলিশ। এ সময় বাড়িগুলোতে কাউকে না পাওয়া গেলেও কাউস ঘাট রোডের আবাসনের পার্কিংয়ে রাখা একটি গাড়ি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় দুই কোটি ২০ লাখ রুপি এবং বিপুল স্বর্ণ, রুপা ও হিরার অলঙ্কার। এছাড়াও যে দুটি অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকছিল, সেখান থেকে ২০ কোটি রুপি জব্দ করেছে কলকাতা পুলিশ। এর আগে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে তদন্তে নেমে ইডির হাতে গ্রেপ্তার হন পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়। তাদের টালিগঞ্জ এবং বেলঘড়িয়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫২ কোটি রুপি, স্বর্ণ ও হীরার অলঙ্কার এবং একাধিক বাগানবাড়িসহ প্রচুর সম্পদের দলিল দস্তাবেজ। এরপর অনলাইন গেমিং অ্যাপ্লিকেশন কা-ে কলকাতার গার্ডেন রিচের ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আরও প্রায় ১৭ কোটি রুপি এবং কোটি রুপির ক্রিপ্টোকারেন্সি।