অনলাইন ডেস্ক :
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনের স্বাস্থ্য-মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। ফিলিস্তিনি স্বাস্থ্য-মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরের আগে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনের যোদ্ধারা জানিয়েছে তারা ইসরায়েলি বাহিনী ও বসতির সঙ্গে নাবলুস এলাকায় তাদের মোকাবিলা করছিল। ফিলিস্তিন রেড ক্রিসেট এ ঘটনাকে সংঘর্ষ হিসেবে উল্লেখ করেছে। তার ইসরায়েলি বাহিনীর গুলিতে চারজন আহতের কথা জানিয়েছে।
ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়ন জানিয়েছে, তাদের যোদ্ধারা দখলদার বাহিনী ও বসতির সঙ্গে লড়াই করছে। তবে এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে চলতি মাসের শুরুর দিকে জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক অভিযান চালায় ইসরায়েল। সেইসময় ১২ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় অন্তত ১০০ জন। সেইসময় একজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া গত ফেব্রুয়ারিতে নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১১ জন ফিলিস্তিনি নিহত হয় এবং আরও ৮০ জন আহত হয়।
আরও পড়ুন
সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু
কঙ্গোতে কারাগার ভেঙে পালানোর সময় নিহত ১২৯ কয়েদি
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছে