December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 22nd, 2021, 1:12 pm

পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহণ ধর্মঘট

অনলাইন ডেস্ক :

শ্রমিক ইউনিয়ন নেতাদের নামে করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ সেতু থেকে টোল আদায় বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ে সিলেট বিভাগের চার জেলায় একযোগে পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ডাকে সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এ পরিবহণ ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে আন্তজেলা বাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ দূরপাল্লার সব ধরনের যান চলাচলও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সকাল থেকে সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। দাবি আদায়ের জন্য বাসসহ সব ধরনের দূরপাল্লার যানবাহন বন্ধ রেখেছেন তারা। কিছুকিছু জায়গায় শ্রমিকদের রাস্তায় নেমে পিকেটিং করতেও দেখা গেছে। ধর্মঘটের কারণে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশাও প্রায় বন্ধ হয়ে গেছে।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেজাউল করিম বলেন, ‘পাঁচ দফা দাবি আদায়ের জন্য সুনামগঞ্জে সোমবার ভোর থেকে ধর্মঘট চলছে। শ্রমিকদের দাবি না মানা হলে অনির্দিষ্টকাল পর্যন্ত এই ধর্মঘট চলবে।’