অনলাইন ডেস্ক :
অপ্রতিরোধ্য ‘পাঠান’! গত ২৫শে জানুয়ারি মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমাটি। মাত্র পাঁচ দিনে ছবিটি আয় করে নিয়েছে ৫০০ কোটি রুপির বেশি। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘পাঠান’। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে রোববার পর্যন্ত পাঁচ দিনে পাঠান আয় করেছে ৫৫০ রুপির বেশি। বক্স অফিস বিশেষজ্ঞরা আশা করছেন শিগগির ‘পাঠান’-এর আয় ৭০০ কোটি রূপি ছাড়িয়ে যাবে। প্রথম দিন সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমাও পাঠান। মুক্তির প্রথম দিন, অর্থাৎ ২৫ জানুয়ারি কেবল ভারতের প্রেক্ষাগৃহ থেকেই আয় করেছে ৫৫ কোটি রুপি। পাঁচ দিনে শুধু ভারতেই ‘পাঠান’ আয় করেছে ২৮০ কোটি রূপি। সবচেয়ে কম সময়ে ভারতের প্রেক্ষাগৃহ থেকে ২০০ কোটি রূপি আয়ের রেকর্ডও গড়েছে ‘পাঠান।’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী