July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 20th, 2023, 7:19 pm

পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ইতি চিত্রা’

অনলাইন ডেস্ক :

সত্য ঘটনা অবলম্বনে রাইসুল ইসলাম অনিক নির্মাণ করেছেন ‘ইতি চিত্রা’ সিনেমা। এতে জুটি বেঁধেন রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু। শুক্রবার দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে এটি। নব্বই দশকে মফস্বলের কলেজ পড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। এ সিনেমার মাধ্যমে অভিষেক হলো ঋতুর। এর আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় হাজির হলেন ইভন। নির্মাতা অনিকের প্রথম সিনেমা ‘ইতি চিত্রা’।

বড় পর্দায় কাজে নামার আগে বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটক নির্মাণ করেছেন। এ পরিচালক জানান, প্রথম সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা) এবং সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)। অন্যদিকে বরিশালের মেয়ে জান্নাতুল ঋতু। সংস্কৃতি অঙ্গনে যার কেউ নেই। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকের শিক্ষার্থী তিনি।

ঋতু বলেন, ‘এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। অপেক্ষায় আছি দর্শক আমাকে কীভাবে নেবেন সেটার জানার জন্য।’ ইভনও বরিশালের ছেলে। দৃষ্টিপাত নাট্যদলে কাজ করছেন তিনি। পাশাপাশি সিনেমাও অভিনয় করছেন। এ অভিনেতা বলেন, ‘দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চান এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে; চেষ্টা করেছি নিজের অভিনীত চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’