September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 9th, 2022, 8:06 pm

পাঁচ রোগী ও এক ডাক্তারের গল্প ‘ওয়ার্ড নং সিক্স’

অনলাইন ডেস্ক :

একটি মানসিক হাসপাতালের পাঁচজন রোগী, এক ডাক্তার এবং সেবিকার মনস্তাত্ত্বিক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ে নাটক ‘ওয়ার্ড নং সিক্স’। রাশিয়ান নাট্যকার আন্তন চেখভ রচিত এই নাটকটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের জুন মাসের বিশ্ব নাটক পর্বে। মিরন মহিউদ্দিনের ভাবানুবাদ ও টিভি নাট্যরূপে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছেন বিটিভির অনুষ্ঠান অধ্যক্ষ মো. ইমাম হোসাইন। নাটকের শুরুতে মুখবন্ধ দিয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা, শাহানা সুমি, খলিল রহমান কাদরী, সমাপ্তি মাসুক, দিলু মজুমদার প্রমুখ। ‘ওয়ার্ড নং সিক্স’ নাটকটি প্রচারিত হবে আজ শুক্রবার রাত ৯টায় বিটিভিতে।