October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 16th, 2022, 8:43 pm

পাকস্থলীতে সাড়ে ৪ হাজারের বেশি ইয়াবা, ঢাকা বিমানবন্দরে ব্যক্তি গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে চার হাজার ৬৭৫ ইয়াবা বহনকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে স্থানীয় টার্মিনালের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ খান (৩৯)। তার বাড়ি চাঁদপুর জেলায়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ তার পাকস্থলীতে চার হাজার ৬৭৫টি ইয়াবা রেখেছিল বলে জানায়। পরে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

—-ইউএনবি