November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 8:07 pm

পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাদাব খান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক বাবর আজমকে বিশ্রাম দিয়ে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছিল বেশ কদিন ধরে। তবে শুধু বাবর নয়, আফগানিস্তান সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে শাহীন আফ্রিদিকেও। এমনকি দলে নেই মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউফরাও। এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শাদাব খান। গত সোমবার শাদাবকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্কোয়াডে জায়গা পেয়েছেন ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, তায়াব তাহির ও জামান খান। স্কোয়াডে ফেরানো হয়েছে আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমকে। সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়।
একনজরে পাকিস্তান দল : শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, জামান খান, তায়াব তাহির, শান মাসুদ ও সাইম আইয়ুব।
আফগানিস্তান-পাকিস্তান সিরিজের সূচি :
১ম টি-টোয়েন্টি- ২৪ মার্চ, শারজাহ।
২য় টি-টোয়েন্টি- ২৬ মার্চ, শারজাহ।
৩য় টি-টোয়েন্টি- ২৭ মার্চ, শারজাহ।