October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 28th, 2021, 7:54 pm

পাকিস্তানের কোচ হবার দৌড়ে এগিয়ে কার্স্টেন

অনলাইন ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হবার দৌড়ে এগিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও কোচ গ্যারি কার্স্টেন। কার্স্টেন ছাড়া পাকিস্তানের কোচ হবার সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচ ও ইংল্যান্ডের পিটার মুরস। তবে সাফল্যের বিচারে ক্যাটিচ ও মুরসের চেয়ে পাকিস্তানের কোচ হবার দৌঁড়ে এগিয়ে কার্স্টেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। সাথে বোলিং কোচ হিসেবে ওয়াকার ইউনুসও পদত্যাগ করেন। এরপর পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পান সাকলাইন মুশতাক। আর বোলিং কোচের দায়িত্ব পান আবদুল রাজ্জাক। তবে বিশ্বকাপ শেষে স্থায়ীভাবে প্রধান কোচ হিসেবে নতুন কাউকে দায়িত্ব দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন কার্স্টেন। পরবর্তীতে দুই বছর দক্ষিণ আফ্রিকাকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া আইপিএলসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা আছে কার্স্টেনের। অন্যদিকে জাতীয় দলের সাথে এখনো কাজ না কলেও, আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ক্যাটিচের। আর দুই দফায় ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মুরস।
তবে বর্তমানে সাকলাইনের অধীনে চলমান বিশ্বকাপে দারুন পারফরমেন্স করছে পাকিস্তান। প্রথমবারের মত বিশ্বকাপ মঞ্চে ভারতকে হারিয়ে আসর শুরু করেছে পাকিস্তান। তাই সাকলাইনকে স্থায়ী কোচ করার দাবিও আছে পাকিস্তান ক্রিকেটে। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, জাতীয় দলের জন্য বিদেশী কোচ চাইছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।