October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 14th, 2023, 7:58 pm

পাকিস্তানের নির্বাচকরা বরখাস্ত

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে ব্যর্থতার কাটাছেঁড়া চলছে। পাকিস্তান গণমাধ্যমগুলো খবর দিয়েছে, বিদেশি কোচদের চাকরিচ্যুত করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এর মধ্যে আছেন ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থারও। তাঁদের বরখাস্ত করার আগেই অবশ্য ক্রিকেট নির্বাচকদের সরিয়ে দিয়েছে পিসিবি। আগামী দুই দিনের মধ্যে নতুন নির্বাচক কমিটির নাম ঘোষণা করার কথা। বেছে নেওয়া হবে নতুন প্রধান ক্রিকেট নির্বাচকও। বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বরখাস্ত হয়েছেন তউসিফ আহমেদ, ওয়াজাতুল্লাহ ওয়াস্তি ও ওয়াসিম হায়দার। তাদের চাকরিচ্যুতির খবরটি দিয়েছে সামা টিভি।

প্রধান নির্বাচকের পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক ইনজামাম উল-হক। পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মরনে মরকেলও সরে দাঁড়িয়েছেন স্বেচ্ছায়। ওদিকে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন কয়েকজন সাবেক ক্রিকেটার। আশরাফের সঙ্গে দেখা করা সাবেক ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও ওয়াহাব রিয়াজ। বিশ্বকাপে একদম প্রত্যাশা মেটাতে পারেননি বাবর আজমরা। পাঁচ ম্যাচ হেরে পাঁচ নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে পাকিস্তান। সেমিফাইনালের আগে বিদায়ের হতাশা নিয়ে দুবাই হয়ে দেশে ফিরেছেন বাবরা। তবে জাকা আশরাফ আসছেন ভারতে।

১৯ নভেম্বর আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দেখার কথা তাঁর। পিসিবি চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরকে সাথে নিয়ে ১৭ নভেম্বর ভারতে পা রাখার কথা জাকা আশরাফের। ওই সময়ে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড মিটিং। সে সভায়ও অংশ নেবেন পিসিবি প্রধান। তথ্যসূত্র : সামা টিভি