অনলাইন ডেস্ক :
পাকিস্তানের নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন হিনা রব্বানি খান। এবার তিনি পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন। খবর জিও নিউজের। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই নেত্রী এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর (২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত) দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী। ৩৪ বছরের হিনা দেশটির সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হলেও পররাষ্ট্রমন্ত্রীর নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, এই দায়িত্ব পেতে পারেন বিলাওয়াল ভুট্টো জারদারি। যদি তাই হয় তবে হিনার রেকর্ড ভেঙে ৩৩ বছরের বিলাওয়াল হবেন পাকিস্তানের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী। হিনা ছাড়াও পাকিস্তানের ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় আরও চার নারী জায়গা পেয়েছেন।
আরও পড়ুন
কারাদণ্ডের পর এবার লোকসভার সদস্যপদ হারালেন রাহুল গান্ধী
আইএমএফের ঋণ পেতে জ্বালানির দাম বাড়াবে পাকিস্তান
চীনে ৫০ টনের বিশাল স্বর্ণখনি আবিষ্কার